মোবাইল ডাটার মেয়াদ থাকছেনা ১৭ মার্চ থেকে । ।
সকল প্রকার জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ প্রবেশ করছে মেয়াদহীন মোবাইল ডাটার যুগে । বিশ্বে প্রথমবারের মতো মোবাইল ডাটার কোনো মেয়াদ রাখার সীমাবদ্ধতা থেকে বেরিয়ে আসছে বাংলাদেশ । গ্রাহকদের স্বার্থ বিবেচনায় টেলিটক অপারেটরের পর অন্যান্য অপারেটরসমূহ পর্যায়ক্রমে এই ব্যবস্থা চালু করবেন বলে আশা প্রকাশ করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার ।
গতকাল ১৫ মার্চ ঢাকায় বিটিআরসি মিলনায়তনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার গ্রাহকদের স্বার্থ বিবেচনায় বলেন " গ্রাহক স্বার্থ রক্ষায় রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিটকের ইন্টারনেট ডাটার মেয়াদের সীমাবদ্ধতা থাকবেনা । যতদিন ডাটার ব্যালেন্স থাকবে ততদিন গ্রাহক তার ক্রয়কৃত ডাটা ব্যবহার করতে পারবে। আমার ডাটা আমি ব্যবহার করবো , যতদিন ব্যালেন্স থাকবে ততদিন করবো- গ্রাহকদের এটাই দাবি ছিল । আমরা সেই দাবি বাস্তবায়ন করছি " ।।
গতকাল ১৫ মার্চ ঢাকায় বিটিআরসি মিলনায়তনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার গ্রাহকদের স্বার্থ বিবেচনায় বলেন " গ্রাহক স্বার্থ রক্ষায় রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিটকের ইন্টারনেট ডাটার মেয়াদের সীমাবদ্ধতা থাকবেনা । যতদিন ডাটার ব্যালেন্স থাকবে ততদিন গ্রাহক তার ক্রয়কৃত ডাটা ব্যবহার করতে পারবে। আমার ডাটা আমি ব্যবহার করবো , যতদিন ব্যালেন্স থাকবে ততদিন করবো- গ্রাহকদের এটাই দাবি ছিল । আমরা সেই দাবি বাস্তবায়ন করছি " ।।