Politehnica University of Bucharest সম্পর্কে আলোচনা ।।

আজকের আলোচনায় থাকছে Politehnica University of Bucharest:

বুখারেস্টের Politehnica ইউনিভার্সিটি হল রোমানিয়ার সবচেয়ে বড় প্রযুক্তিগত বিশ্ববিদ্যালয়। প্রায় ১০০ বছরের পুরাতন এই ইউনিভার্সিটির রয়েছে ১৫ টি ফ্যাকাল্টি রয়েছে এরোন্যাটিক্যাল ইঞ্জিনিয়ারিং সহ নানান প্রোগ্রাম। ব্যাচেলর প্রোগ্রাম এ স্টুডেন্ট প্রায় ১৬ হাজার আর মাস্টার্স এ রয়েছে ৮ হাজারেরও বেশি। এছাড়া এই ইউনিভার্সিটির ক্যাম্পাস বুখারেস্ট এর সবচেয়ে বড় ক্যাম্পাস। এই ইউনিভার্সিটি নিয়ে আরো বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট ভিজিট করুন।

ওয়েবসাইট লিঙ্কঃ https://upb.ro/
এই ইউনিভার্সিটিতে NON-EU স্টুডেন্টস রা অনলাইনে আবেদন করতে পারবে। তবে ৮০% রেজাল্ট না থাকলে তারা আপনার ফাইল গ্রহণ করবে না। আবেদন এর সময় ফেব্রুয়ারি ১ তারিখ থেকে শুরু করে আগস্ট এর ১ তারিখ পর্যন্ত চলবে। লাস্ট আগস্ট এর ১ তারিখ ঠিক আছে কিন্তু আপনি যত তাড়াতাড়ি আবেদন করবেন সিরিয়াল আগে পড়বে এবং অফার লেটারও পাবেন তাড়াতাড়ি। আবেদন দেরিতে করলে আপনি এম্বাসসি সঠিক সময়ে ফেইস নাও পরতে পারেন ।।
আপনাকে রেজিষ্ট্রেশন করতে তাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে। আবেদন করতে যা যা ডকুমেন্টস লাগবেঃ
১) সকল একাডেমিক ডকুমেন্টস ( বাংলাদেশের বোর্ড, শিক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে সত্যায়িত করাতে হবে )
২) মেডিকেল সনদ
৩) পাসপোর্ট
৪) পাসপোর্ট সাইজ ছবি
৫) IELTS
৬) এপ্লিকেশন ফি নেই ।
৭) এসএসসি এবং এইচএসসি তে নূন্যতম ৪.০০ থাকা লাগবে। এবং ব্যাচেলর এ ৩.৫+
৮) জন্মনিবন্ধন।
Previous Post
No Comment
Add Comment
comment url