ইন্টারনেট আসক্তি থেকে শিশুদের দূরে রাখার উপায়

প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে যেমন মানুষের সকল কাজ সহজ হয়ে যাচ্ছে। তেমনই ইন্টারনেট এর প্রতি আসক্তিও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর এই আসক্তির ফলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পরতে পারে শিশুরা। শিশুদের ইন্টারনেট ব্যবহার নিরাপদ রাখতে মাতা-পিতাকে দুটি জিনিস মূলত নজরদারি রাখতে হয়।
১. শিশুরা ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে কোনো ধরনের বিপদে পড়ছে কিনা
২. শিশুরা কোনো আসক্তিতে জড়িয়ে পড়ছে কিনা
বিশেষজ্ঞরা বলেছেন, যদি মাতা-পিতা একটু সচেতন হলেই শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করা যায় । দেখে নেয়া যাক শে বিষয়গুলো কি--
১। প্যারেন্টাল কন্ট্রোল ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহার করা । যদি শিশুদেরকে ব্যক্তিগত কোনো ডিভাইস দেয়া হয় তাহলে সেটিতে প্যারেন্টাল কন্ট্রোল ই-মেইল অ্যাকাউন্ট খোলে দেয়া ,যাতে শিশু কি ব্যবহার করছে তার উপর আপনি নজরদারি করতে পারবেন।

২। ডিভাইস এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ অ্যাপ ইনস্টল করে রাখুন। প্যারেন্টাল সেফ ব্রাউজার একটি অ্যাপ আছে, এটি ইনস্টল করে দিন তার ফলে কোনো ধরনের অ্যাডাল্ট কন্টেন্ট দেখতে পারবে না ।

৩। চাইল্ড ভার্শন অপশন মোবাইলে ব্যবহার করুন। ফেসবুক ও মেসেঞ্জার এর ক্ষেত্রে প্লে স্টোরে চাইল্ড ভার্শন অ্যাপ পাবেন,তার মধ্যে অ্যাকাউন্ট খুলে দিতে পারেন,তার মধ্যে সুপারভাইস করার অপশন থাকে অভিবাবকে।

৪। শিশুর ইন্টারনেট ব্যবহার এর জন্য সময় বেঁধে দিন। শিশুর ইন্টারনেট ব্যবহার নিয়ন্ত্রণ রাখতে হলে বাসায় কখন ইন্টারনেট থাকবে আর কখন থাকবেনা তার জন্য সময় নির্ধারণ করে রাখুন।

৫। শিশুর সঙ্গে আপনিও ইন্টারনেট ব্যবহারে সচেতন হোন। ইন্টারনেট ব্যবহারের সময় আপনি শিক্ষামূলক বিভিন্ন চ্যানেল বা ওয়েবসাইট আছে সেগুলো দেখতে তাদেরকে উৎসাহিত করুন ।

উপরের বিষয়গুলো ছাড়াও আর অনেক কারণ রয়েছে । সর্বশেষ একটি কথায় বলব পরিবারের সকলের ইন্টারনেট ব্যবহার এর প্রতি খেয়াল রাখতে হবে,যাতে শিশুদের সামনে কোনো ধরনের খারাপ কন্টেন্ট দেখবেন না । আর সবাই সচেতন হয়ে ইন্টারনেট ব্যবহার করুন।ধন্যবাদ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url