ইউরোপের যে ৬টি দেশের ভিসা সহজে পাওয়া যায় ২০২২

 ইউরোপের কোন দেশের ভিসা সহজে পাওয়া যায় ২০২২ পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ ইউরোপের মধ্যে যেতে চায় । কারণ ইউরোপের মধ্যে সুযোগ সুবিধা অনেক ভাল । বাংলাদেশ থেকে অনেকে যেতে চাই কিন্তু সঠিক দিকনির্দেশনা না থাকার কারণে আমরা পথ খুঁজে পাই না । আজকের এই পোস্ট থেকে জানতে পারবেন যে ৬টি দেশের ভিসা খুব সহজেই পাওয়া যায় ।।

১। নেদারল্যান্ডঃ নেদারল্যান্ড এমন একটি দেশ যেখানে খুব সহজে স্টুডেন্ট ভিসা হয়ে থাকে, এই দেশের স্টুডেন্ট ভিসা সফলতার রেট ৯৯% ।  নেদারল্যান্ড আসতে হলে আপনাকে অবশ্যই বাধ্যতামূলক আইএলটিএস থাকতে হবে । আইএলটিএস  ৬.৫ থাকলে আপনি খুব সহজে  নেদারল্যান্ড আসতে পারবেন । এদেশের সব থেকে সুবিধা বিষয় হলো ভিসা ইউনিভার্সিটি থেকে নিশ্চিত করা হয় যার ফলে ভিসা না হওয়ার চিন্তা নেই । 

২। হাঙ্গেরিঃ হাঙ্গেরি এমন একটি দেশ যে দেশে প্রতি বছর বাংলাদেশ থেকে স্কলারশিপ এর মাধ্যমে নিয়ে থাকে । বহু আগে থেকেই হাঙ্গেরিতে বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় পাড়ি জমায় । হাঙ্গেরির গত বছরের ভিসার সফলতা হার  ৯৫% ।২০১৯ সাল থেকে হাঙ্গেরিতে জব ভিসায় বাংলাদেশ থেকে অনেক ভিসা হচ্ছে । হাঙ্গেরিতে স্যালারি কম হলেও ভিসা সফলতার পরিমাণ অনেক বেশি । 

৩। মাল্টাঃ মাল্টা এমন একটি দেশ যে দেশটিতে প্রতি বছর বাংলাদেশ ও ইন্ডিয়ানদের প্রচুর পরিমাণ ওয়ার্ক পারমিট ভিসা হয়ে থাকে এবং স্টুডেন্ট ভিসার পরিমাণ ও অনেক ভালো সফলতার দিক থেকে । আপনি খুব সহজেই ভিসা নিয়ে মাল্টাতে আসতে পারবেন ও সহজে বসবাস ্করতে পারবেন। ইউরোপে যাওয়ার সহজ উপায় মাল্টা অন্যতম। 

৪। লিথুনিয়া ও লাটভিয়া ঃ লিথুনিয়া ও লাটভিয়া এই দুইটি দেশ একই সাথে বলা যায় যে এই দুটি দেশ প্রচুর পরিমাণ ভিসা দিয়ে থাকে স্টুডেন্টদেরকে। বাংলাদশ থেকে এই দুটি দেশে অনেকে জব ভিসায় এসে থাকে । ইউরোপে যাওয়ার সহজ উপায় হতে পারে এই দুটি দেশের মাধ্যমে ।।

৫। ফ্রান্সঃ ফ্রান্স এমন একটি দেশ  যেখানে আপনি জব ভিসাতে এপ্লাই করলে সফলতার হার অনেক কম। কিন্তু আপনি যদি স্টুডেন্ট ভিসায় আবেদন করেন আর আপনার আইএলটিএস থাকে তাহলে সফলতার হার বেশি দেখা দিবে। বাংলাদেশ থেকে যারা ফ্রান্স ভ্রমন করতে চান তাদের জন্য বিভিন্ন ধরনের হয়ে থাকে । যেমনঃ 

-- ট্যুরিস্ট ভিসা

-- ব্যবসায় ভিসা

-- পারিবারিক ভিসা

-- স্টুডেন্ট ভিসা

৬। পর্তুগালঃ পর্তুগাল এমন একটি দেশ যাকে ইমিগ্র্যান্টদের জন্য গোল্ডেন দেশ বলা হয় , কারণ বিভিন্ন দেশ থেকে পর্তুগাল আসে ইমিগ্র্যান্ট হওয়ার জন্য । এখানে আসার সহজ উপায় হলো জব ভিসায়, মনে রাখবেন এখানে শুধু এগ্রিকালচার প্লাটফর্মে জব ভিসা হয়ে থাকে । স্টুডেন্ট ভিসা পর্তুগালে আসার জন্য আইএলটিএস ৫.৫ হলেই ভিসা পাওয়া যায় । 

পোস্টটি ভালো লাগলে শেয়ার করবেন ।আপনার একটি শেয়ারে অন্য একজন উপকার আসে । 

ধ্যনবাদ সবাইকে 





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url