স্ক্রীন অফ রেখে ইউটিউবের গান শুনুন
প্রযুক্তির উন্নয়নের সাথে সকল কিছু সহজ হয়ে যাচ্ছে দিন দিন।তার ঐ একটি হলো স্ক্রীন অফ রেখে ইউটিউবের গান শুনা ।আপনি এমনিতেই অফ রেখে গান শুনতে পারবেন না ,আর ইউটিউব প্রিমিয়াম ভার্সনে এই সুবিধা থাকলেও তার জন্য মাসে ১২ ডলার খরচ করতে হই । তবে আপনি ফ্রিতে শুনার জন্য ছোট একটি টিপস অ্যাপ্লাই করে ইউটিউব থেকে ব্যাকগ্রাউন্ড গান শোনা যাবে --
চলুন তাহলে জেনে নেয়া যাক কিভাবে করবেন-
এই টিপসটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ।
চলুন তাহলে জেনে নেয়া যাক কিভাবে করবেন-
১. প্রথমে আপনি গুগল প্লে স্টোরে গিয়ে "টেলিগ্রাম" অ্যাপটি ডাউনলোড করুন।
2. টেলিগ্রাম অ্যাপ এর মধ্যে অ্যাকাউন্ট খোলার পর, এবার আপনি ইউটিউব এর যে গান শুনতে চাচ্ছেন সেই গানের লিংক কপি করে নিজের সঙ্গে বা বন্ধুর কাছে লিংকটি শেয়ার করুন ।
3. এবার আপনি সেই লিংক এর মধ্যে ক্লিক করলে দেখবেন ,নিচে পিকচার-ইন-পিকচার মুড অপশন আসবে তা ক্লিক করুন ।
4. পপ-আপ উইন্ডোতে পিকচার-ইন-পিকচার মুড সেটিংস দেখাবে । সেটিংসে ক্লিক করে ডিসপ্লে ওভার আদার অ্যাপ অপশনটি অন করুন ।
5. এবার পুনরায় টেলিগ্রাম থেকে ইউটিউব ভিডিওটি প্লে করে পিকচার-ইন-পিকচার মুডে ক্লিক করুন ।
6. এবার গানটি প্লে করে ফোনের স্ক্রীন অফ করে দিন ।আপনার কাজ শেষ ব্যাস ব্যাকগ্রাউন্ডেই গান শুনতে পারবেন ।
এই টিপসটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ।